২৮ মার্চ, ২০২৪ ১৭:৪২ পি এম
শিল্পী সালমান আজাদী ২৮ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ময়মনসিংহের ত্রিশালে একটি সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। তিনি বৃদ্ধ মা, স্ত্রী ও ২ বছরের শিশু সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শিল্পী সালমান আজাদী ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীত বিভাগে সম্প্রতি মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ময়মনসিংহের মিনার সাংস্কৃতিক সংসদের শিল্পী ছিলেন। এছাড়া ময়মনসিংহের উত্তরণ শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি ড. আ.জ.ম ওবায়েদুল্লাহ ও সেক্রেটারি মোস্তফা মনোয়ার। শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সালমান আজাদী ছিলেন ইসলামী সঙ্গীত ও নজরুল সঙ্গীতে মিডিয়াবিখ্যাত কণ্ঠশিল্পী এবং গানের প্রশিক্ষক। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ইসলামী সাহিত্য সাংস্কৃতিক অঙ্গন একজন গুণীজনকে হারালো। পবিত্র রমজান মাসের বদর দিবসে (১৭ রমজান) তার মৃত্যুকে আল্লাহ যেন শহীদি মৃত্যু হিসেবে কবুল করেন আমরা সেই দোয়া করছি। একই সঙ্গে আমরা তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
সম্ভাব্য সকল সাহিত্য সাংস্কৃতিক সংগঠনগুলোকে শিল্পী সালমান আজাদী স্মরণে দোয়া ও আলোচনা সভা আয়োজনের আহ্বান জানান দেশীয়’র নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাস-অটোরিকশার মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উজানপাড়ায় মাদানি সিএনজি পাম্প সংলগ্ন মহাসড়কে একটি বাস ইউটার্ন নেয়ার সময় বাসটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে সালমান আজাদীসহ আরও ৩ জন নিহত হন। শিল্পী সালমান আজাদীকে আহতাবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ত্রিশাল থেকে ইসলামী গানের ক্লাস নিয়ে সিএনজি করে শহরে ফিরছিলেন। শিল্পী সালমান আজাদীর পৈত্রিক বাড়ি বগুড়া সদরে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।