৭ মার্চ, ২০২৪ ১১:৪৩ এএম
কুমিল্লার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ময়নামতি সাহিত্য সাংস্কৃতিক সংসদ-এর দিনব্যাপী এক আনন্দঘন শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।
গত ২ মার্চ ২০২৪ ইং, শনিবার অধ্যক্ষ মুহাম্মদ শফিকুল আলম হেলাল এর সভাপতিত্বে মাওলানা মেছবাহুল ইসলাম এর পরিচালনায় এবং মোঃ জিয়াউর রহমান এর সঞ্চালনায় সকাল সাড় ৭টায় কুমিল্লা নগরীর টমছমব্রীজ এলাকা থেকে সংগঠনের অন্তত ৪৫ জন সক্রিয় সদস্যদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে সফর শুরু করে।
সকাল সাড়ে ৮টায় নির্ধারিত সময়ে সকালের নাস্তার জন্য চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকায় মনোরম পরিবেশে চিওড়া কাবাব এক্সপ্রেসে সকল সদস্যগণ প্রায় ঘন্টাব্যাপী সৌন্দর্য্য উপভোগ করেন। ফটোসেশন এবং সকালের নাস্তা শেষে পতেঙ্গা সমুদ্রের তলদেশ দিয়ে নির্মিত শেখ হাসিনা বঙ্গবন্ধু ট্যানেলের ভিতর প্রায় সাড়ে ৩ কিলোমিটার সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করে বাসযোগে আনোয়ারা পারকী বিচে পৌঁছায়। বিচে নেমে প্রায় ২/৩ ঘন্টার এক আনন্দঘন মূহুর্তের মধ্য দিয়ে সংস্কৃতি কর্মীরা বিভিন্ন সংগীত পরিবেশনের মাধ্যমে পর্যটন এলাকায় দর্শনার্থীদের মাতিয়ে তোলেন।
সমুদ্রের ছোট ছোট ঢেউ সাগরের শীতল হাওয়ায় যেন এক অন্যরকম দৃশ্য! যা কখনোই ভুলবার নয়।

সাগর পাড়ে বিচ এলাকায় পায়চারী, প্রাকৃতিক মনোরম পরিবেশে সময় কাটিয়ে কিছুটা ক্লান্তি শেষে খানিক বিরতির পর বেলা ১টার দিকে মসজিদে একসাথে জোহর ও আসর নামাজ পড়ে হোটেলে দুপুরের খাবার উপভোগ করেন। ভাতের সাথে কেউ রূপচাঁদা মাছ, কেউবা মুরগীর সাথে মুগডালের তরকারি! যেন অন্যরকম স্বাদ।
দুপুরের খাবার শেষে শুরু হয় মূল পর্ব; সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা।
বিচের পাড়ে ঝাউ গাছের নিচে তেরপল বিছিয়ে সকলে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বসেন। পবিত্র কুরআন থেকে সুরা আসর এর দারস দিলেন মাওলানা আবুল কালাম। পরে অধ্যক্ষ মুহাম্মদ শফিকুল আলম হেলাল মানবজীবনের লক্ষ্য- উদ্দেশ্য ও করণীয় বিষয়ে আলোচনা করেন। আলোচনা এতই সুন্দর ছিলো যে, পর্যটন এলাকার বেশ কিছু লোক ভীড় জমায়।
শুরু হয় কবিতা আবৃত্তি, নাটক, ইসলামী সংগীত, প্যারোডী ও দেশাত্মবোধক গান। সুরের মূর্ছনায় মেতে ওঠে এলাকায় উপস্থিত দর্শনার্থীরা।
বিকেল ৫টায় সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ শফিকুল আলম হেলাল এর নির্দেশনায় সকল কিছু গুটিয়ে আবার পতেঙ্গা বীচ পরিদর্শনের উদ্দেশ্যে যাত্রা শুরু করা হয়। এখানে এসে আবারো সমূদ্র পাড়ে চায়ের আড্ডা! কিছুক্ষণ পায়চারী করে মাগরিব নামাজ শেষে কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন সংস্কৃতি কর্মীরা। দীর্ঘপথ অতিক্রম করে রাত প্রায় ১২টায় টমছমব্রীজে এসে নিরাপদে যার যার গন্তব্যে পৌঁছানোর মাধ্যমে সমাপ্ত হয় আনন্দঘন এ শিক্ষা সফর।