২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ১৭:১৫ পি এম
বরিশালের ঐতিহ্যবাহী সূচনা সাংস্কৃতিক সংসদের উদ্যেগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপিত হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬.৩০ মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে অনলাইনে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
সূচনা সাংস্কৃতিক সংসদের সভাপতি সাংবাদিক মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সালাউদ্দিন রমিজের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক বরিশাল সংস্কৃতি কেন্দ্রের পরিচালক আযাদ আলাউদ্দিন ও সাহিত্যিক অধ্যাপক নয়ন আহমেদ।
বরিশাল জেলার ১০টি উপজেলা এবং ৪টি সাংস্কৃতিক সংগঠন প্রাচীর শিল্পী গোষ্ঠী, চন্দ্রদ্বীপ শিল্পী গোষ্ঠী, স্বদেশ সাংস্কৃতিক সংসদ, সুর সমীরণ সাংস্কৃতিক একাডেমী থেকে প্রায় অর্ধশতাধিক সদস্য অংশগ্রহন করেন। এছাড়া হিজলা উপজেলার উপদেস্টা অধ্যাপক নুরুল আমীন উপস্থিত ছিলেন এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ আমজাদ হোসাইন ও শিল্পী সাইফুল ইসলাম সাইফী।