৯ নভেম্বর, ২০২৩ ১০:১২ এএম
গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে নিরপরাধ ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে একসাথে গান গাইলেন ২৫ জন আরব ও আফ্রিকান গায়ক।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার এই ২৫ জন গায়কের কণ্ঠে পরিবেশিত গানটি এরই মধ্যে অসংখ্য শ্রোতার হৃদয় স্পর্ষ করেছে। গানটির শিরোনাম- ‘রাজিউন’। বাংলায় যার অর্থ হয়- ‘আমরা ফিরে আসব।’
ইউটিউবে ‘Exklusive’ নামের চ্যানেল থেকে ১ নভেম্বর গানটি শেয়ার করা হয়। এর ডিসক্রিপশানে লেখা হয়েছে- মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলের ২৫ জন ব্যতিক্রমী গায়ক গাজার চলমান সংকট এবং ফিলিস্তিনিদের অটল সংগ্রামের সাথে সংহতি প্রকাশ করেছেন। সে লক্ষ্যে তারা ‘রাজিউন’ সঙ্গীতটিতে কণ্ঠ দিয়েছেন। আরও জানানো হয়েছে, এই গান থেকে প্রাপ্ত সমস্ত অর্থ ফিলিস্তিনি শিশুদের জন্য ‘উপঢৌকন’ হিসেবে পাঠানো হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ইউটিউবে ইতোমধ্যে গানটি প্রায় ২৬ লাখ ভিউ হয়েছে।