৯ ডিসেম্বর, ২০২৫ ১৩:০৯ পি এম
নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার এবং নারী জাগরণে উল্লেখযোগ্য অবদান রাখায় চার নারীকে ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ প্রদান করা হয়েছে। রোকেয়া দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদকপ্রাপ্তদের হাতে এই সম্মাননা তুলে দেন।
এবারের পদকপ্রাপ্তরা হলেন— নারীশিক্ষা (গবেষণা) বিভাগে রুভানা রাকিব, নারী অধিকার (শ্রম অধিকার) বিভাগে কল্পনা আক্তার, মানবাধিকার বিভাগে নাবিলা ইদ্রিস, এবং নারী জাগরণ (ক্রীড়া) বিভাগে ঋতুপর্ণা চাকমা।
১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে জন্ম নেওয়া বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন নারীমুক্তি আন্দোলনের অগ্রদূত। রোকেয়া খাতুন, রোকেয়া সাখাওয়াত হোসেন ও মিসেস আর এস হোসেন—এই নামগুলোতে তিনি লেখালেখি করতেন এবং পরিচিত ছিলেন। যখন নারীরা সমাজে কঠোর অবরোধে আবদ্ধ, ঠিক সেই সময়েই তিনি নারীর অধিকার, শিক্ষা ও মুক্তির পক্ষে জোরালো কণ্ঠ তুলে ধরেন।