২২ ডিসেম্বর, ২০২৪ ১০:১৭ এএম
ইবিয়ান সিরাজগঞ্জ সংবর্ধনা পেলেন শুদ্ধাচারধর্মী বিশিষ্ট লেখক ও গবেষক ড. খ ম আব্দুর রাজ্জাক। ইবিয়ান সিরাজগঞ্জ-এর ১০ বছর পূর্তিতে ২১ ডিসেম্বর শনিবার সিরাজগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে ইবিয়ান সিরাজগঞ্জ এর পক্ষ হতে ড. খ ম আব্দুর রাজ্জাককে সংবর্ধনা প্রদান করা হয়।
আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো: আসাদ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আলমগীর রহমান ও সিরাজগঞ্জ পুলিশ সুপার মো: ফারুক হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইবিয়ানের উপদেষ্টা ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক মোহাম্মদ হাবিবুল্লাহ সিদ্দিকী। এছাড়াও ইবিয়ান সিরাজগঞ্জের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।