২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০৯:৪২ এএম
নোয়াখালীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নোয়াখালী সাংস্কৃতিক সংসদ (নোসাস) এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে "ভাষার তরে আমরা" শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সহকারী নির্বাহী পরিচালক মাহবুবুল হক আরিফ এবং পরিচালক শিল্পী নাসির উদ্দীনের যৌথ উপস্থাপনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক নাসিমুল গণি চৌধুরী মহল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিতা বাংলাদেশ এর সাধারণ সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট লেখক ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোসাসের প্রধান উপদেষ্টা জনাব ইসহাক খন্দকার, দেশীয় সাংস্কৃতিক সংসদ এর কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পী নাসির উদ্দিন আল্ মামুন। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে কবিতা আবৃত্তি করেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্র এর সেক্রেটারি ও প্যানভিশন টিভির সিইও আবৃত্তিকার মাহবুব মুকুল।
অনুষ্ঠানে ইসলামী গান, ভাষার গান ও দেশের গান পরিবেশন করেন নোয়াখালী সাংস্কৃতিক সংসদ (নোসাস) ও এর অঙ্গ সংগঠনের শিল্পীবৃন্দ।