৬ জানুয়ারি, ২০২৫ ১৫:৫৬ পি এম
‘শুদ্ধ সুরের কোমল ছোঁয়ায় উদ্ভাসিত হোক হৃদয় দ্বার’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হলো সূচনা সাংস্কৃতিক সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন। গত ৩ জানুয়ারি শুক্রবার বিকাল চারটায় নগরীর সরকারি গণগ্রন্থাগার হল রুমে সূচনার সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাঈফীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কবিতা বাংলাদেশের সেক্রেটারি প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলাম, কবি ইয়াসিন মাহমুদ, দৈনিক বাংলাদেশ বাণীর সম্পাদক আযাদ আলাউদ্দিন।
সম্মেলনে ড. ড. মনোয়ারুল ইসলাম ২০২৫-২৬ সেশনের জন্য সূচনা সাংস্কৃতিক সংসদের সভাপতি হিসেবে হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে শিল্পী সাইফুল ইসলাম সাঈফীর নাম ঘোষণা করেন।
দ্বি-বার্ষিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের গৌরনদীর প্রতিনিধি মো হাফিজুর রহমান, আমিরুল ইসলাম শরীফ, উজিরপুর উপজেলার প্রতিনিধি মো আব্দুর রহিম, অধ্যাপক মজিবুর রহমান ও রহমাতুল্লাহ। বানারীপাড়া উপজেলার প্রতিনিধি অধ্যক্ষ মাও আব্দুল জলিল, হাফেজ জাহিদুর রহমান, বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি হাফেজ সাখাওয়াত হোসেন, মো হাবিবুল্লাহ, মুলাদী উপজেলা প্রতিনিধি আমানুল্লাহ যায়েদ, হিজলা উপজেলা প্রতিনিধি অধ্যাপক সাইদুর রহমান, মাওলানা আবুল বশার, কাজিরহাট থানার প্রতিনিধি মাওলানা রিয়াজুল ইসলাম আনসারী, মো আহসান হাবিব, মেহেন্দিগন্জ উপজেলার প্রতিনিধি আমজাদ হোসাইন, মো আনিসুর রহমান বাকেরগন্জ উপজেলার প্রতিনিধি অধ্যাপক আবু জাফর মো শাহাদাত হোসেন ও কামাল হোসেন, শিল্পী এনামুল হক ছাব্বির প্রমুখ।