২ ডিসেম্বর, ২০২৪ ০৯:৪৮ এএম
জাতীয় সাহিত্য সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদ, রংপুর অঞ্চলের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ নভেম্বর শুক্রবার সকাল ৯.৩০ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন, রংপুরে দিনব্যাপী এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন দেশীয় সাংস্কৃতিক সংসদ রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক জনাব অহিদ সালিম।
সুস্থ সংস্কৃতি ব্যাপক প্রচার-প্রসার এবং সাধারণ মানুষকে সুস্থ সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে দক্ষ ও যোগ্য সাংস্কৃতিক সংগঠক তৈরীর লক্ষ্যে আয়োজিত এ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ-এর সভাপতি বিশিষ্ট লেখক ও সংগঠক ড. আ জ ম ওবায়েদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ-এর সম্মানিত উপদেষ্টা জনাব অধ্যক্ষ মাওলানা মো: মমতাজ উদ্দিন, কিডস ক্রিয়েশন টিভির সিইও বিশিষ্ট বাচিক শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব শরীফ বায়জীদ মাহমুদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পায়রা সাংস্কৃতিক সংসদ রংপুর মহানগর এর প্রধান উপদেষ্টা জনাব অধ্যাপক মো: মাহবুবুর রহমান বেলাল, প্রধান পৃষ্ঠপোষক জনাব উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, দিনাজপুর সাহিত্য সংসদের প্রধান পৃষ্ঠপোষক জনাব অধ্যক্ষ আনিছুর রহমান, পায়রা সাংস্কৃতিক সংসদ রংপুর মহানগরের পৃষ্ঠপোষক জনাব অধ্যাপক আনোয়ারুল হক কাজল, তিস্তা কালচারাল একাডেমি রংপুর এর পৃষ্ঠপোষক জনাব মো: এনামুল হক, অঙ্গীকার সাহিত্য সাংস্কৃতিক সংসদ রংপুর মহানগরের চেয়ারম্যান জনাব মো: গোলাম জাকারিয়া প্রমুখ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ রংপুর অঞ্চলের পরিচালক জনাব মো: আবুল হোসাইন। অনুষ্ঠানে রংপুর বিভাগের সকল জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রায় দুই শত সাংস্কৃতিক সংগঠক অংশগ্রহণ করেন। শিল্পীদের কণ্ঠে নানান গান, কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়।