৫ ডিসেম্বর, ২০২৪ ১৫:০৯ পি এম
সমকালীন বাংলা সাহিত্যের প্রধান কবি আল মুজাহিদীর সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করেছে জাতীয় সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদ। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার যোহরের নামাজ শেষে দেশীয় সাংস্কৃতিক সংসদের অফিসে এ দোয়া করা হয়। এটি পরিচালনা করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারী ড. মনোয়ারুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন দেশীয়‘র সাহিত্য সম্পাদক ইয়াসিন মাহমুদ, মিডিয়া ও প্রচার সম্পাদক সালমান রিয়াজ, প্রকাশনা সম্পাদক অহিদ সালিম ও ক্বারী আব্দুল আলীম আশিক প্রমুখ।
মৃত্তিকার কবিখ্যাত আল মুজাহিদীর হার্টে ৫টি ব্লগ ধরা পড়েছে। এর মধ্যে অন্তত ৩টিতে রিং পরাতে হবে। রাজধানীর গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালে আজ বিকাল ৫টায় অপারেশন হবে ইনশাআল্লাহ।
এদিন সকাল ১০টায় হাসপাতালে গিয়ে কবি আল মুজাহিদীর খোঁজখবর নেন ড. মনোয়ারুল ইসলাম ও সালমান রিয়াজ। কবিকে সঙ্গে নিয়ে তার সুস্থতার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেন তারা। কবি আল মুজাহিদীও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
হেমলকের পেয়ালা, কাঁদো হিরোশিমা কাঁদো নাগাসাকি, যুদ্ধ নাস্তি, সন্ধ্যার বৃষ্টি, প্রিজন ভ্যান, মৃত্তিকা অতি-মৃত্তিকাসহ অসংখ্য জনপ্রিয় কাব্যগ্রন্থের রচয়িতা ষাটের দশকের প্রখ্যাত কবি আল মুজাহিদী। কবিতা ছাড়াও তিনি গল্প, উপন্যাস, সমালোচনা ইত্যাদি সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রেখেছেন। শিশু সাহিত্যেও তার অবদান উল্লেখযোগ্য। ২০০৩ সালে তিনি একুশে পদক পান। এছাড়াও একাধিক সম্মাননা ও পুরস্কারে ভূষিত হন। কবির গ্রন্থ সংখ্যা শতাধিক।
মুক্তিযুদ্ধে তিনি সম্মুখসারির যোদ্ধা ছিলেন। এ বীর মুক্তিযোদ্ধা চার দশকের বেশি সময় ইত্তেফাকের সাহিত্য সম্পাদকসহ নানা পদে কাজ করেছেন। আজীবন দেশ, মাটি মানুষের প্রতি অনুরাগী আল মুজাহিদী একজন সুবক্তা। তাঁর কবিতা ও রচনাকর্মে দেশের ইতিহাস ঐতিহ্যকে মূর্ত করে তুলেছেন।