১১ মার্চ, ২০২৫ ১১:১৭ এএম
বগুড়ায শহরের ঐতিহ্যবাহী স্বকাল সাংস্কৃতিক পরিষদ (স্বসাপ) এবং বগুড়া জেলার ভোরের পাখি শিল্পীগোষ্ঠীর যৌথ আয়োজনে সাংস্কৃতিক প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৮ মার্চ শনিবার বিকাল ৩টায় শহরের স্কাইভিউ রেস্টুরেন্টে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয়’র বগুড়া অঞ্চল তত্ত্বাবধায়ক সাংবাদিক ও গবেষক সালমান বিয়াজ।
ভোরের পাখি শিল্পীগোষ্ঠীর পরিচালক এনামুল হকের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বসাপের পরিচালক সৈয়দ মোস্তফা কামাল। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্বসাপের উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, ভোরের পাখির উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যক্ষ আব্দুল হক সরকার, বগুড়া জেলা সাংস্কৃতিক সম্পাদক অধ্যক্ষ মুন্সী আব্দুল বাসেত, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা আব্দুল হাকীম সরকার, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুর রাজ্জাক।
উক্ত অনুষ্ঠানে স্বসাপ ও ভোরের পাখি শিল্পীগোষ্ঠীর বিভিন্ন ওয়ার্ড থেকে শতাধিক কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিক অংশগ্রহণ করেন। কবিতা, গান ও দলীয় সঙ্গীতে পুরো অনুষ্ঠান একটি জমকালো মিলনমেলায় পরিণত হয়।