২৩ নভেম্বর, ২০২৪ ০৯:৪৪ এএম
আওয়ামী সরকারের আমলে বিগত প্রায় ১৬ বছরে অমর একুশে গ্রন্থমেলায় বঞ্চিত প্রকাশনাগুলো স্টল বরাদ্দের দাবি জানিয়েছেন। গত ১৯ নভেম্বর রাজধানীর শাহজাদপুরের একটি মিলনায়তনে ‘লেখক-প্রকাশক অধিকার সংরক্ষণ’ শীর্ষক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। সভায় ‘লেখক-প্রকাশক সমন্বয় পরিষদ’ গঠনের পরিকল্পনা নেয়া হয় ও পরবর্তী সভায় এ বিষয়ে একটি কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।
প্রকাশকরা বলেন, অমর একুশে বইমেলার শর্তাবলি শিথিল করতে হবে। বিগত প্রায় ১৬ বছরে যেসব প্রকাশনী প্রতিষ্ঠান বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছে, বিশেষ করে জাতীয় গ্রন্থমেলায় স্টল বরাদ্দ পাননি, তাদের স্টল বরাদ্দ নিশ্চিত করতে হবে। দীর্ঘ এ সময়ে যারা স্টল পায়নি তারা এখন প্যাভিলিয়ন বরাদ্দ পাওয়ার মতো সক্ষমতায় পৌঁছেছে। সেসব প্রকাশনীকে প্যাভিলিয়ন বরাদ্দ দেয়ারও দাবি জানিয়েছেন প্রকাশকরা।
সভার আয়োজক ড. মোস্তফা মনোয়ার বলেন, ‘বিগত আওয়ামী সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় বাংলা একাডেমি থেকে একটা নির্দিষ্ট সংখ্যক লেখকের বই প্রকাশিত হয়েছে। এতে অনেক গুণী লেখকরা বঞ্চিত হয়েছেন। অবিলম্বে বঞ্চিত এসব লেখকের বই প্রকাশের ব্যবস্থা নিতে হবে।
তিনি আরো বলেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় কিছু লেখককে বাংলা একাডেমি পুরস্কার এবং একুশে পদক দেয়া হলেও এতে অনেক যোগ্য লেখক অবমূল্যায়িত হয়েছেন। এ ধরনের বৈষম্য দূর করে যোগ্য ও বরেণ্য কবি-সাহিত্যিকদের পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মানিত করতে হবে।
সভায় লেখক হিসেবে উপস্থিত ছিলেন নাসির হেলাল, ইব্রাহীম মণ্ডল, ড. আবু হানিফ খান, আলী আহমাদ মাবরুর, নাসিমুল বারী, সালমান রিয়াজ, ইয়াসিন মাহমুদ, অহিদ সালিম প্রমুখ। প্রকাশক ও প্রকাশনী প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বুক পয়েন্ট প্রকাশনীর মুসা খান, প্রফেসরস পাবলিকেন্সের ফাহাদ হোসেন, আহসান পাবলিকেশন্সের গোলাম কিবরিয়া, বিন্দু প্রকাশনের আব্দুল জব্বার, পরিলেখ প্রকাশনীর শাহাদাত সরকার, গার্ডিয়ান পাবলিকেশন্সের মাহমুদুল হাসান, মুনলাইট প্রকাশনীর আহসান হাবীব, কৈশোর প্রকাশনীর আহসান হাবীব, প্রচ্ছদ পাবলিকেশন্সের শাহমুন নাকীব ফারাবী, ইনভেলাপ প্রকাশনীর হাসনাইন ইকবাল, বিআইআইটির ড. আব্দুল আজিজ ও লোকমান, বাংলা সাহিত্য পরিষদের তৌহিদুর রহমান, আত্মপ্রকাশনের আফসার নিজাম, দেশজ প্রকাশনের মনিরুল ইসলাম, পিদিম প্রকাশনের অহিদুজ্জামান প্রমুখ।