৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:০১ পি এম
দেশীয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত ‘মতিউর রহমান মল্লিক রচনাবলী মোড়ক উন্মোচন ও মল্লিক সন্ধ্যা’ অনুষ্ঠানের প্রধান অতিথি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, ‘কবি মতিউর রহমান মল্লিক ছিলেন সাংস্কৃতিক জগতের আইকন। সাধারণত সাংস্কৃতিক ব্যক্তিত্বরা দার্শনিক ঘরানার হয়ে থাকেন। তারা সাংগঠনিক কর্মকাণ্ডে অতটা তৎপর থাকেন না। কিন্তু মতিউর রহমান মল্লিক ছিলেন ব্যতিক্রম। তিনি দুই অঙ্গনেই ধারালো তলোয়ার ছিলেন। সাংস্কৃতিক কর্মীরাসহ আমরা এজন্য অনুপ্রাণিত। যুগ যুগ ধরে অনুপ্রাণিত হওয়ার এ প্লাবন চলতে থাকবে ইনশাআল্লাহ। আসুন, আমি মল্লিক হই, আমরা সবাই মল্লিক হই।’
গত ৭ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার, বিকাল ৪টায় মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে কবি মল্লিকের ৬ খণ্ডের রচনাবলীর মোড়ক উন্মোচন এবং দেশের বিখ্যাত শিল্পী ও সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় জমকালো মল্লিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। দেশীয়’র সেক্রেটারী ড. মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় ক্বারী আব্দুল আলিম আশিকের কণ্ঠে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়।
দেশীয় সাংস্কৃতিক সংসদ-এর সভাপতি বিশিষ্ট লেখক গবেষক ড. আ জ ম ওবায়েদুল্লাহ-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সাংস্কৃতিক বিভাগের সভাপতি তাসনীম আলম, সমাজসেবক মোবারক হোসাইন, বিশিষ্ট সাংবাদিক আবুল আসাদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাদ্দাম হোসেন।
আরও উপস্থিত ছিলেন গীতিকার তাফাজ্জল হোসাইন খান ও সাইফুল আরেফিন লেলিন, কবি মোশাররফ হোসেন খান ও শরীফ আবদুল গোফরান, বাচিক শিল্পী শরীফ বায়জীদ মাহমুদ, বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি কার্টুনিস্ট ইব্রাহীম মণ্ডল, সাংস্কৃতিক সংগঠক আবেদুর রহমান ও হাসান মুর্তজা প্রমুখ। কবি পরিবার থেকে উপস্থিত ছিলেন কবি মল্লিকের সহধর্মিণী সাবিনা মল্লিক, শ্যালক কবি আমিনুল ইসলাম। এছাড়াও দেশবরেণ্য বহু কবি-সাহিত্যক-লেখক উপস্থিত ছিলেন।
মাগরিবের নামাজের পর দ্বিতীয় পর্বে দেশীয়’র অফিস সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় দেশের বিখ্যাত শিল্পী ও সাংস্কৃতিক গোষ্ঠীগুলোর পরিবেশনায় জমকালো মল্লিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে মল্লিকের সৃষ্টিকর্ম পরিবেশিত হয়। জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাইফুল্লাহ মানছুর, ছড়াকার নাইম আল ইসলাম মাহিন, আবৃত্তিকার মুস্তাগিছুর রহমান, শিল্পী মাহফুজ মামুন, ডি এম জুবায়ের।
সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে দেশীয় সাংস্কৃতিক সংসদ, বাংলাদেশ সঙ্গীত কেন্দ্র, বাংলাদেশ কালচারাল একাডেমী, সাহিত্য সংস্কৃতি কেন্দ্র, সাইমুম শিল্পীগোষ্ঠী, স্পন্দন সাহিত্য সাংস্কৃতিক সংসদ, অনুপম সাংস্কৃতিক সংসদ, জাগরণ শিল্পীগোষ্ঠী, উচ্চারণ শিল্পীগোষ্ঠী, সন্দীপন শিল্পীগোষ্ঠী, সওগাত সাহিত্য সাংস্কৃতিক সংসদ, নিমন্ত্রণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ, সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস), কাশফুল ও জিনজিরা সাহিত্য সাংস্কৃতিক সংসদ, রঙ্গন সাহিত্য সাংস্কৃতিক সংসদ প্রমুখ।