৯ জুন, ২০২৪ ১৬:৩৩ পি এম
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. মুহাম্মদ রুহুল আমীন রব্বানী যুবসমাজকে ইসলামী জীবনাদর্শে ও অনুপ্রাণিত করার জন্য বহু হাদীস গ্রন্থ ঘেঁটে হাদীস সংগ্রহ এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ করে “যুবসমাজের চল্লিশ হাদীস” নামকরণ করায় হাদীস সংকলনটি বিশেষ বৈশিষ্ট্য ও গুরুত্ব লাভ করেছে।
যৌবন মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এসময় মানুষের অদম্য ইচ্ছাশক্তি সাহসিকতা কর্মদক্ষতা কানায় কানায় পূর্ণ থাকে। যুবসমাজকে তাই বলা হয় জাতির প্রাণশক্তি। তারা অদম্য ও প্রতিরোধ্য এবং অজেয়। তারা তাদের অনমনীয় স্পৃহা শক্তি সাহস ও বুদ্ধি দিয়ে জয় করে সবকিছু। ক্লান্তি স্পর্শ করতে পারে না তাদেরকে। দিন-রাতের ক্রমাগত পরিশ্রমে তারা অন্যান্য সদস্যের মতো ভেঙে পড়ে না। অসাধ্য সাধনে আত্মনিয়োগ করাই যৌবনের ধর্ম। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই তাই যৌবনের জয় গান গেয়েছন। এমনকি কাব্য সাহিত্যের একটি উল্লেখযোগ্য অংশজুড়ে আছে যৌবনের এই উৎসাহ ও উদ্দীপনার বক্তব্য।
ইতিহাস সাক্ষী ইসলামের প্রচার ও প্রতিষ্ঠায় যুবসমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ইসলামকে একমাত্র জীবনাদর্শ হিসেবে প্রচার করার ক্ষেত্রে মূল শক্তি ছিল এই যুবসমাজ। রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর সাহাবীগণ অধিকাংশই ছিল যুবক। তারা সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর চার পাশে ঘিরে থাকতেন এবং তাকে সাহায্য করতেন। নিজেদের জীবনের চেয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর জীবনের গুরুত্ব দিতেন অধিক। মহান আল্লাহ তাদের জীবন ও ত্যাগের বিনিময়ে মুসলিম জাতির বিজয় ও শ্রেষ্ঠত্ব দিয়েছেন।
বর্তমান বিশ্বের জনসংখ্যার এক-তৃতীয়াংশ যুবক। তারাই আগামীতে সুন্দর পৃথিবী করার কারিগর। ইসলাম যুব সমাজ উন্নয়নে ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। প্রদান করেছে সর্বাত্মক উন্নয়নের বাস্তবসম্মত রূপরেখা। জীবনকে শুদ্ধ করার সকল যৌক্তিক অবলম্বনে আশ্রয় নেওয়া হয়েছে ইসলামী জীবন বিধানে। যুব সমাজকে ঈমানের দীক্ষা প্রদানের মাধ্যমে জ্ঞান অর্জন ও কল্যাণকর কর্মে যৌবনকে উপভোগের নির্দেশ দেওয়া হয়েছে। নীতি নৈতিকতা ব্যক্তিত্ব ও সামাজিকতাসহ জীবনঘনিষ্ঠ সকল ক্ষেত্রে আদর্শের মানদণ্ড দাঁড় করিয়ে যুবসমাজকে সে অনুযায়ী প্রশিক্ষিত করার সব ব্যবস্থা নিয়েছিলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম।
যৌবনের গুরুত্ব ও প্রকৃতি ইসলাম প্রচার প্রসারে ভূমিকা নন্দিত ও নিন্দিত কিছু যুবকের আলোচনা ও যুব উন্নয়নের নববীর রূপরেখা বর্ণনা সম্বলিত এ গ্রন্থটি মূলত একটি হাদীস সংকলন। মহাসাগর সেচে মানিক কুড়ানোর মতো হাদীসের মৌলিক বিভিন্ন সংকলন থেকে যুবকদের সাথে সম্পৃক্ত কিছু হাদীস সংগ্রহ করে তার ব্যাখ্যা ও শিক্ষা আলোচনা করা হয়েছে এতে। এর নামকরণে চল্লিশ হাদীস বলা হলেও মূলত চল্লিশটি শিরোনামের অধীনে ৫৫ টি হাদীসের সংকলন ও ব্যাখ্যা এটি।
সংকলনটি চারটি পরিচ্ছদের বিভক্ত করা হয়েছে। যৌবনের গুরুত্ব নন্দিত ও নিন্দিত কিছু যুবক, ইসলাম প্রচার প্রসারে যুব সমাজের অবদান এবং যুব উন্নয়নে করণীয় ও বর্জনীয়। হাদীসগুলোর সমসাময়িক ব্যাখ্যা এবং বহমান এ সময়ে আমাদের জীবনে তার বাস্তব প্রয়োগ ও শিক্ষা তুলে ধরার প্রয়াস নেয়া হয়েছে। যুব সমাজের প্রত্যেক সদস্য যিনি যে অবস্থাতেই থাকুন আশা করা যায় সংকলনটি থেকে উপকৃত হবেন। বর্তমানের ঘুনে ধরা এই সমাজে অজ্ঞতা, কুসংস্কার, অশ্লীলতা, বেহায়াপনা ও নির্লজ্জতা থেকে জাতির প্রাণশক্তি যুবসমাজকে রক্ষা করতে এই সংকলনটি অবশ্যই কল্যাণকর ভূমিকা রাখবে বলে আশা করা যায়। এসময়ে আমাদের যুব সমাজের নৈতিক চরিত্র ধ্বংস করে বিপথগামী করার জন্য অসংখ্য গল্প, উপন্যাস, কবিতা ও নাটকের বই এবং অনেক অশ্লীল সচিত্র পত্রপত্রিকা প্রকাশ করে সারাদেশে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেই সব বই পত্রিকা পড়ে ও নাটক দেখে যুবসমাজ ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা বিপথগামী হচ্ছে। তাদের ফেরানোর কোন ব্যবস্থা আমাদের মধ্যে নেই। আমাদের শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের নাস্তিক বানানোর জন্য করা হয়েছে। এসব অবশ্যই রোধ করতে হবে।
গ্রামগঞ্জে শহরে যুবকদের নিয়ে পাঠাগার ক্লাব সমিতি গঠন করে যুব সমাজের নৈতিক চরিত্র গঠনমূলক শিক্ষার আলোচনা সভা সেমিনার ঘন ঘন করতে হবে। স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের আদর্শ জীবনের গুরুত্ব বুঝিয়ে অনুপ্রাণিত করতে হবে। আমাদের মনে রাখতে হবে শুধু ভালো ভালো বই রচনা করাই একমাত্র কাজ নয়। তার বহুল প্রচার-প্রসারের ব্যবস্থা করতে হবে। পিতা-মাতা ও শুভাকাক্সক্ষীরা ছাত্র-ছাত্রী ও যুব সমাজকে নৈতিক চরিত্র গঠনমূলক ভালো ভালো বই বেশি বেশি উপহার দিতে হবে বিভিন্ন জাতীয় দিবস ও বিবাহ অনুষ্ঠানে। সর্বোপরি জাতির প্রাণশক্তি যুবসমাজকে ইসলামী জীবন আদর্শের দিকে অনুপ্রাণিত করে জাতির কল্যাণ সাধনে নিয়োগ করার জন্য সমাজের সচেতন চিন্তাশীল ব্যক্তিবর্গের আন্দোলন গড়ে তুলতে হবে। “যুবসমাজের চল্লিশ হাদীস ” এমন সুন্দর ও তাৎপর্যপূর্ণ গ্রন্থ রচনা জন্য ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী সাহেবকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি এবং গ্রন্থটির বহু প্রচার প্রসার কামনা করছি।
যুবসমাজের চল্লিশ হাদীস
ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী
প্রকাশনী : তালবিয়া প্রকাশন
বিষয়: আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা, আল হাদীস
পৃষ্ঠা: ২০০, কভার: হার্ড কভার,
সংস্করণ: প্রথম প্রকাশ ২০২২
মোবাইল: ০১৯১১-০১১১৭০