৮ জুন, ২০২৪ ১৭:২২ পি এম
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বন্ধন সাহিত্য সাংস্কৃতিক সংসদ- এর উদ্যোগে টাঙ্গাইল জেলার উপজেলাসমূহের সাংস্কৃতিক প্রতিনিধিদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ জুন শুক্রবার অনুষ্ঠিত এ কর্মশালায় জেলার ১২টি উপজেলা থেকে প্রতিনিধি অংশগ্রহণ করেন।
বন্ধনের উপদেষ্টা শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের ঢাকা উত্তর অঞ্চলের তত্ত্বাবধায়ক রফিকুল হায়দার এবং বন্ধনের উপদেষ্টা ইকবাল হোসাইন বাদল। প্রোগ্রামটি সঞ্চালনা করেন বন্ধনের পরিচালক জনাব রফিকুল ইসলাম।